News:

জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠান করেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান , সাবেক এমপি , সবার শ্রদ্ধার পাত্র আমাদের সবার প্রিয়, মাস্টার মজিবুর রহমান স্যার ।

তৈরির পর থেকেই এই প্রতিষ্ঠানটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নারী শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে । এর আছে সাফল্যমন্ডিত ঐতিহ্য এবং গৌরবোজ্জ্বল ইতিহাস ।

এই প্রতিষ্ঠানের মোট তিনটি শাখাঃ

১) স্কুল

২) ভোকেশনাল (যা স্কুল-২ নামে পরিচিত - যা নবম ও দশম শ্রেণি)

৩) কলেজ শাখা

এতে কর্মরত সিনিয়র শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং মেধাবী এবং নিজ নিজ দায়িত্বে অবিচল । যা দিনে দিনে প্রতিষ্ঠানের গৌরবকে আরও বাড়িয়ে চলছে ।

এর মাঝেই , সরকারের NTRCA দ্বারা সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষকদের প্রেরণ , প্রতিষ্ঠানকে আরও গতিশীল করার জন্য । অলরেডি , দুই ধাপে, ৫ জন শিক্ষক , তিনজন কলেজ শাখায় এবং দুই জন স্কুল শাখায় যোগদান করেছেন ।

সব মিলিয়ে দারুণ গতিশীল জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজ ।

আমাদের একটাই মূলমন্ত্র আর সেটা হল , "আমরাই সেরা আর সেটা আমরা প্রমাণ করব আমাদের কাজের এবং ফলাফলের মাঝে" । সেই লক্ষে এগিয়ে চলছে জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজ ।

আপনাদের সবার কাছে জাজিরা গার্লস হাইস্কুল এন্ড কলেজের সবার জন্য দোয়া কামনা করি ।

আমরা বিশ্বাস করি , স্মার্ট প্রতিষ্ঠান, স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষার্থী ।

আর আমরা সবাই স্মার্ট হলেই , স্মার্ট হবে বাংলাদেশ ।

তাই বাংলাদেশকে স্মার্ট বানানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের স্মার্ট হওয়ার বিকল্প নেই ।

 

আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ - https://www.facebook.com/jghsc.official/

আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ - https://www.facebook.com/groups/jghsc.official